প্রিয় অনন,
গত কয়েকটি বছর ধরে একটা শব্দ খুঁজতেছিলাম তোমাকে সম্ভাষণ করবার জন্য। চিঠি লিখবো অথচ উপযুক্ত শব্দের অভাবে গুটিয়ে নিয়েছি নিজেকে, সামনাসামনি কতো ভাবেই তো ডাকা যায়!
কিন্তু লিখতে গেলেই বিড়ম্বনার শেষ নেই। ভোগাই নদীর মেয়ে তুমি কেমন আছো? মনে পরে কি ব্রহ্মপুত্রের কথা!? অনন তুমি কি জানো মুক্তি দেওয়ায় কি আনন্দ!!?
জ্যোস্না ভালোবাসো অথচ চন্দ্রগ্রহণে বিশ্বাস করো না। জীবন থেকে চন্দ্রগ্রহনের অন্ধকার দূর হবে না ভেবে,আগেভাগে ভয় পেয়ে চলে গেলে।
দূর্ভাগ্যও হয়তো ক্লান্ত হয়ে আমাকে ছেড়ে কোন একদিন চলে যাবে, তখন হয়তো আমি নামের কঙ্কাল টা প্রাচূর্যের বিরান ভূমি তে একাকি বিচরণ করবো,দুঃখ একটাই আমি যাকে হারাতে চাই না,সে আমার হতেই চায় না!
অনন সময় গুলো কে এখন মহাকালের মতো দীর্ঘ মনে হয়!!
পারবে কি স্মৃতি হত্যার দায় নিয়ে আমার মন থেকে সকল স্মৃতি কে হত্যা করতে..!?
ইতি
লেমন
লিখেছেন: শামীমুর রহমান লেমন
No Comments
Leave a comment Cancel