বিধাতা তুমি,
কেমন আছো প্রিয় স্রষ্টা? দিনকাল কেমন কাটছে তোমার প্রিয় বিধাতা? আচ্ছা তোমার নিয়তিতো তুমিই লিখেছো তাই না? তাহলে তোমার সৃষ্টি থেকে তুমি এত কষ্ট পাও কেনো? কেন তোমার সৃষ্টি তোমায় অমান্য করে? কেন তোমার সৃষ্ট নিয়ম মানেনা?
আমিও যে তোমারই সৃষ্টি প্রিয় বিধাতা। আমিও অনেক কিছু মানিনা। মানতে চেয়েও ঠিক মতো মানতে পারিনা কোনো না কোনো কারণে কিন্তু তোমাকে আর তোমার সৃষ্টিকে সবসময় মান্য করে চলি, সম্মান করি তোমার নিয়ম এবং তোমার সৃষ্ট সকল প্রাণীকে।
পশুপাখিকে ভালোবাসা দিলে তারাও সেই ভালোবাসার প্রতিদান দেয় আমাকে কিন্তু তোমারই সৃষ্টি, সৃষ্টির সেরা জীবকে ভালোবাসা দিয়েও কেন আমি ভালোবাসা পাইনা? কেন সম্মানের বিনিময়ে একটু সম্মান পাইনা আমাকে একটু বলবে প্রিয় বিধাতা তুমি?
আমি কাঙাল! হ্যাঁ আমি কাঙাল!! একটু সম্মানের কাঙাল আমি!!! বড় ছোট কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় আমি সেই ভুল শুধরে চলি। বড় ছোট সবাইকে সবার প্রাপ্য ভালোবাসা এবং সম্মানটুকু আমি তাঁদের দিই কিন্তু বিনিময়ে ভালোবাসা না পেলেও সম্মানটুকুও আমি পাইনা।
সমাজের চোখে আমি ভালো, আমি ভালো রাখি সবাইকে কিন্তু আমার পরিবারের চোখে আমি এত খারাপ কেন প্রিয় বিধাতা? শুধুমাত্র আমি একটা মেয়ে এবং একজন তথাকথিত বৌ বলে? বৌ বলে কি আমি আমার প্রাপ্য সম্মান পেতে পারিনা?
বৌ বলে কি আমার মন নেই?? বৌ বলে কি আমার কাজ শুধু সকল অন্যায় মেনে নিয়ে মুখ বুঝে সহ্য করা??? বৌ বলেই কি আমার উপরই সব কাজের দায়িত্ব? বৌ’দের কি মন বলতে কিছু নেই?
প্রিয় বিধাতা তুমিই তোমার সৃষ্টির বিচার করিও। আমার পাশে যে কেউ নেই! সংসার সমুদ্রের মাঝখানে আমি একা ডুবে যাচ্ছি। সমুদ্রের পাড়ে সকল পরিচিত মুখ কিন্তু ডুবে যাওয়া থেকে কেউ আমাকে টেনে তুলছেনা! তুমিই না হয় আমায় টেনে তুলো প্রিয় বিধাতা……
ইতি
তোমার একজন সৃষ্টি
লিখেছেন: স্নিগ্ধা
No Comments
Leave a comment Cancel