মি. রাইটার,
কি বলে শুরু করলে আপনাকে শুরুতেই স্পর্শ করতে পারব বলুন তো? এ মন ভালোবাসা দিতে ব্যাকুল অথচ দেয়ার সাধ্য কই? আজ কতকাল পারি দিয়ে ফেললাম শুধু মনের সাথে কথা বলে…।
আচ্ছা, আমাদের কি আদৌ আর কথা হবে না? খুব ইচ্ছে করে ধুলো পড়া ইনবক্সটা আবার হাসুক… একটা দুটো আবদার তো রাখাই যায়, বলুন?
আপনি কি জানেন? মানুষ কখনো ছেড়ে যায় না, শুধু সরে যায়। কারণ সরে যাওয়াটা অনেক কিছু বুঝিয়ে দেয়। তবে কি জানেন? সরে গেছি, দূরে যাইনি। আপনার নামে রোজ কত দীর্ঘশ্বাস ওড়াই… ওরা দোয়া হয়ে মিশে যায় বাতাসে… আপনি কি কখনো সেই শীতল বাতাসটা অনুভব করেন? হয়ত না…
জানেন, খুব কষ্ট হয়… পোড়া মন কিছুতেই কিছু মানতে চায় না… আপনাকে দেখার অসুখ ভীষণ ভাবে আমাকে পেয়ে বসেছে…
ইতি
আপনার কেউ না হওয়া আমি
লিখেছেন: শামিমা জামান
No Comments
Leave a comment Cancel