প্রিয়,
এক বছরের ব্যবধানটা খুব অন্যরকম জানো। অনেক কিছুর সিদ্ধান্ত এই একটা বছরের মধ্যেই হয়ে যায়। খুব কম সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হয়। বেশিরভাগই ফিকে হয়ে যায়। তুমি আমার জীবনে এই এক বছরের মধ্যেই এলে। আর দেখ কি থেকে কি হয়ে গেল।
আমাদের ‘আপনি’ থেকে ‘তুমি’ হওয়ার গল্প,”আমি’ থেকে ‘আমরা’ হওয়ার গল্প রচিত হলো।ভেবেছিলাম আমার জীবনেও কি কেউ আসবে যে আমাকে খুউউব ভালোবাসবে, আমাকে নিয়ে স্বপ্ন দেখবে, যার একান্ত হব আমি-এসময় তুমি এলে আমার জীবনে।
যে শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখে তা নয়-সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে।আমাকে নিজের করে সারাজীবনের জন্য রেখে দিতে চায়। জানো, তোমাতে ডুবে থাকতে আমার কোনো ক্লান্তি নেই। আমি শুধু তোমাকে পেতে চাই একেবারে। তুমি সবসময় বলো যে আমাদের আরও অনেক ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে প্রচুর।
আমি রাজি আছি। শুধু যেন আমাদের পথটা মিলে যায়। যেন শেষমেশ তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যেতে পারি। ভালোবাসা যে এতটা সুন্দর হতে পারে তা তোমার সাথে পরিচয় না হলে হয়ত বুঝতেই পারতাম না। হ্যাঁ প্রিয়, ভালোবাসা সুন্দর, তোমার সাথেই সুন্দর।
তোমারই
‘মেহু’
লিখেছেন: মেহেজাবিন
No Comments
Leave a comment Cancel