প্রিয় অনিমেষ,
সালাম নিস, কেমন আছিস ট্যালিপ্যাথিক উপায়ে জানিয়ে দিস। আমি থাকার মতো থেকে যাচ্ছি রে অনি, অপেক্ষা করছি তোর পাশে দাঁড়ানোর। আমার দুঃখগুলো নীলচে খামে আশে পাশে উড়ে বেড়ায়, তোর রেখে যাওয়া স্মৃতিগুলো মগজ জুড়ে বিষ ছড়ায়।
জানিস ইদানীং সময়ে অসময়ে বৃষ্টি হয়, গত কাল সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টি দেখে আমার বুকের ভেতরের সুপ্ত ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠলো, মনে আছে তোর আমি প্রায়শই বলতাম একদিন সন্ধ্যায় তুই আর আমি কফির কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করবো।
আমি হাত বাড়িয়ে বৃষ্টি ছুবো আর তুই ছুয়ে দিবি আমাকে। হ্যা আজ অনেক বছর পর আমার আবার ইচ্ছে করছে এই স্বপ্নের মূহুর্তটাকে বাস্তবতায় রূপ দিতে, কিন্তু সে আর সম্ভব হয়ে উঠবে না কখনো তাই কিঞ্চিৎ মন খারাপ হলো।
এখন আমার সামনে পেছনে ডানে বায়ে শুধু শূন্যতারা মিছিল করছে, চোখের নোনাজল তোর অভাববোধটা কাটিয়ে তুলছে ক্রমে ক্রমে। অনিমেষ আমি ভয়ানক ভাবে মিস করছি তকে। ভীষণ করে চাইছি তকে ফিরে পেতে যদিও জানি সম্ভব না।
তকে এইভাবে হুট করে হারিয়ে ফেলতে হবে ভাবিনি কখনো। তুই হারিয়ে যাওয়ার পর আমি বুজেছি কতটা কাদঁলে চোখ লাল হয়, কতটা ভালবাসলে মন খাক হয়। আমার চিঠি তোর কাছে পৌছাবে না সে আমি ভালো করেই জানি।
তবে ভাবিস না লিখার জন্যই লিখছি, সেরকম নারে পাগল আর যাইহউক তুই আমাকে ঠিকঠাক বুঝবি এ বিশ্বাসটুকু আমার আছে তোর প্রতি।খুব ভালো থাকিস তুই তোর নিয়মে তর শহরে, আমি খুব শীঘ্রই আসবো তর কাছে।
ইতি,
তোর মায়াবতী
লিখেছেন: রোকসানা ইসলাম
No Comments
Leave a comment Cancel