অনন্য,
তোমায় পেয়েছি অনন্ত যাত্রাপথে সুর্যাস্তের কোলে, তোমায় পেয়েছি হাড়ভাঙা দুঃখের স্মৃতির কোলে সুখের আতুরঘরে। আমার নিরানন্দ দিনের অবসানে চাঁদের হাসি হয়ে উঁকি দিলে আমার ভুবনে। কবিতাময় হলো আমার জীবন। আমার কৈশর- যৌবনের প্রেম সমর্পণের ক্ষণে তুমি এল দীপ্ত পায়ে আলোময় হয়ে অন্ধকূপের নির্মম ঘরে।
তুমি কি জানো, মনের কোণের সুরঙ্গ পথের আবেগী খেলায় তুমি হও দিবানিশি আমারই খেলার সঙ্গী। মান- অভিমানে দোদুল্যমান ঘরের খিড়কিতে তোমার পত্রলিপি তোমার কবিতা আমার নিঃসঙ্গ রাতের একমাত্র অবলম্বন।
তবুও কেনো দুরে থাকা, দুরে থাকা পদ্য রচনায়, দুরে থাকা তোমার আবেগী কন্ঠের পদ্যচর্চায়। সেথায় যে বেঁধেছি আমি চাল- চুলো হীন আবেগী সংসার, আমার ভালো থাকার উপাদান। আমার সাধ যে তোমার সাধ্যের ভিতর। তবুও কেনো এতো অবহেলা।
তোমার
অনন্যা
লিখেছেন: মোস্তফা মাহবুব বাবু
No Comments
Leave a comment Cancel