অনন্যা,
ভালবাসার স্মৃতিচারণে যদি কখনো যদি ঘুম ভেঙ্গে যায় জোছনার আহ্বানে রাত্রির দেয়ালে লেপ্টে থাকা জোনাকির ডানা আর সুশান্ত সমীরনে আহত হৃদয়ের পদাঙ্ক অনুসরণ করে ছুটে যেও সেই তিমিরে নিজেকে সুপ্রসন্ন তুমিও খুলো রেখো বাতায়ন দেখবে আমি দাঁড়িয়ে আছি হাত বাড়িয়ে সহস্র বেলা অবেলায় ।
বিবর্ণ স্মৃতির পাতাগুলো ফেলে রেখে ঝাপসা আলোয় মেঘেদের সাথে মিতালী গড়ো, অভিযোগ অমোঘ করাঘাত নয় ভালবাসার দৃষ্টির সুতীক্ষ্ণ বাণে জর্জরিত করে দেখো অভিমান প্রশমনে হয়ে ফিরে আসবে প্রশান্তি।
কখনো খেয়ালী মন যদি ছুটে যায় দ্বৈরথ তেপান্তরে কিংবা দেখা যায় কালো মেঘের ঘনঘটা তখন অভিমানকে ভালবাসার সম্পর্কের নীলাম্বর জুড়ে মরিচিকা ভেবে এড়িয়ে যাও। দেখবে বিষন্ন অতীতের অভিযোগ আর অভিমান এর আধার মিশে গেছে ভালবাসার মশাল মিছিলে।
আমার ভালবাসার আহবানে তুমি ভোরের আলোয় অবগাহন করোবপ্রাণ খুলে সত্যি তুমি ফিরে পাবে শৈশব উচ্ছাস আর যৌবনের খেয়ালী দুপুর । তুমি কি জানো আমার সারাটি দিন কেটে যায় পাখির ছানার মতো নিষ্পাপ তোমার মায়াবী বদনের ছবি এঁকে আমার হৃদয়ের ক্যানভাসে।
সত্যি কথা তোমার ভালবাসার কারণেই বিক্ষিপ্ত জীবন এর গতিপথ ফিরে পেয়েছি, গুছিয়ে নিয়েছি নিজেকে তোমার মাঝে এই প্রলম্বিত গোধূলি বেলায় ।
তোমার ভালবাসার কাছে আমি যেন এক সমুদ্র জলের মধ্যে একফোঁটা শিশিরবিন্দু। সমুদ্রের অজস্র জলে পড়ে যেন এক নিমিষেই নাই হয়ে যায় আমার অস্তিত্ব। তবুও দেখো কি ভীষণ গর্ব! ওই যে গভীর অতলান্তিক সমুদ্রটা যে আমার।
কেনো আমার নয় বলো? রোজ প্রাতে কিংবা রাতে টুক করে পড়ে মিশে যাই সমুদ্রের বুকে আর তাতেই তৃষ্ণা মিটে সমুদ্রের। তাইতো তোমার ভালবাসা নামের সমুদ্রটা আমারই।
আমার জন্যই তৃষিত হৃদয় কানায় কানায় পূর্ণ হও আমার জন্যই চৈত্রের খরোতাপে ফেটে চৌচির হয় না বুক এ কি কম গর্বের বলো! এ কি কম অহংকারের! তাই তুমি আমার অহংকার আর তোমার ভালবাসা আমার হৃদয়ের অলংকার।
দোয়া করি এই সমুদ্রে যেন কখনো সাইক্লোন না আসে কিংবা জলোচ্ছ্বাসে না ভাসি। তবে সমুদের বুকে যেন ভালবাসা হয়েই ভাসি। অনেক অনেক ভালবাসা।
তোমারই
অনন্য
লিখেছেন: মোস্তফা মাহবুব বাবু
No Comments
Leave a comment Cancel