অনন্যা,
ভোরে চোখ খুলতেই মনের অন্তর্বাস ছুঁয়ে আছে জমে থাকা যত ভাবনা প্রতিটি অঙ্গে আজ শুধু অপেক্ষা বলছে তুমি মন বিলাসী, তুমি মহিয়সী, আমি যে তোমার সুদুরের পিয়াসী। ইচ্ছে করে সবটুকু ভাললাগা দিয়ে একটা ভালবাসার আল্পনা আকি তোমার রাংগা ঠোঁটে।
ইচ্ছে করে তোমার ভালবাসার আদরে নির্যাতিত হতে ইচ্ছে করে,তোমার রক্তাভ ঠোঁটের নীল দংশনে ক্ষত-বিক্ষত করে দাও আমার সর্বাঙ্গ; কিংবা ধারালো দাঁত দিয়ে রক্তাক্ত করো! তোমার আদর আর চুম্বনে আমি ক্ষত-বিক্ষত হতে চাই । তোমার কামনার হিংস্রিতায় আমি রক্তাক্ত হতে চাই । প্লিজ রক্তাক্ত করে দাও
পাগলীটা,
তোমার মায়াবিনী মুখটি সামনে বসে না দেখলেও হৃদয় দর্পনে তুমি আছো পুরা হৃদয় জুড়ে। সারাদিন পেরিয়ে গেলেও সন্ধা হলেই এক স্নায়ুযুদ্ধ অতিবাহিত হয় আর তখন ওই দূর আকাশের অগণিত নক্ষত্রের ভিড়ে আমার এ আঁখি দুটি শুধু তোমাকেই খোঁজে ফিরে। নিদ্রাহীন প্রতিরাতে অবিরাম অশ্রুপাতে তোমার স্মৃ্তিগুলি নিয়ে রচিত হয় অপেক্ষার প্রহর।
সন্ধ্যারাতে নভনীড়ে যখন তারারা ফুটে ওঠে -ছুটে আসে কিছু স্মৃতি, ভাষা খোঁজে শুকনো দুটি ঠোঁটে;ঊর্ধ্বপানে আঁখি তুলে কল্পনার দ্বার খুলে আনমনে এঁকে যাই স্বপ্ন হৃদয়ের চিত্রপটে শব্দহীন মধ্যরাতে ভাঙতে থাকে স্মৃতির কারা, উড়ন্ত চিলের মত দুঃখেরা উড়ে বাঁধনহারা; তখনি নয়ন বুজে স্বপ্নে আমি খুঁজে পাই তোমার কাজলমাখা আঁখি দুটির নীল ইশারা ।
হৃদয়ের পাখা মেলে আমি ছুটে যাই ধীরে ধীরে শুভ্র জোছনার ঢেউয়ে কাঁপতে থাকা গগনতীরে -ক্ষিপ্ত পথিকের মত ক্লান্তিহীন অবিরত খুঁজতে থাকি তোমায় অগণিত নক্ষত্রের ভিড়ে ।
তোমাকে কাছে পেলে আর কিছু চাই না তোমায় পেয়ে মনে হবে সুখের সমুদ্রের নাবিক হই। আমার যে খুব পালিয়ে যেতে ইচ্ছে করে সবকিছু ছেড়ে।যেখানে গিয়ে বুঝতে পারব জীবন কাকে বলে। জীবনে অপ্রাপ্তি কাকে বলে।
স্বাধীনভাবে বেঁচে থাকা কাকে বলে। আমার এত নিখুঁত জীবনের যে প্রয়োজন নেই। যে টুকু জীবনে তোমার ভালবাসা পাই শুধু সেই টুকু জীবন চাই। বিধাতা যেন আমার ভালবাসার আর্তনাদে আমার কাছ থেকে তোমাকে কেড়ে না নেয়। কারন তোমার শুন্যতা আমার কাছে মহাপ্রলয়।
অপেক্ষায় আছি আবার দেখা হলে পুষিয়ে নিব অনাদায়ী আদর আর সঞ্চিত আদর টুকু বঞ্চিত ভালবাসার জন্য। অনেক অনেক আদর। তোমার হাসিমুখ ই আমার ভাল থাকার প্রেরণা।
তোমারই
অনন্য
লিখেছেন: মোস্তফা মাহবুব বাবু
No Comments
Leave a comment Cancel