হাম্বানটোটা
দ্যাখ তোর জন্য আমার কিরম যে লাগে তোরে বলতে পারুম না, ব্যাথা করে ওঠে বুকের একাবারে মধ্যখানে! তুই কেন এতো ভালোবাসিস? তোর মতো এতো ভালোবাসা আর কারো কাছে চাইনা, আমি তো তোরে ভালোবাসিনা! তয় তোরে খুব ভালো পাই!
কেমন আছিস রে? তুই ভালো না থাকলে আমি কেমনে ভালো থাকুম ক তো? তুই আমারে বলিস ‘তুমি ঠিক থাকলে আমার সব ঠিক সোনা!’ আমার বেলায়ও যে তাই!
ভালোবাসি, ভালোবাসি বইলা হয়তো চিৎকার করিনাই,কোনো মিছিল করিনাই, রাজপথে ও নামি নাই! কিন্তু তোরে কোথায় সাইরে থুইছি, তা কি জানিস!?
শোন,হারানোর ভয় রে অনেক! ভয়ে থরথর করে ঠিক ওতোজোরে কাঁপি যতোজোরে তোর জন্য অনুভূতির ঝড়ে কাঁপি!
তোর কাছে বারবার একটা জিনিস চাই, তুই দিতেই চাস না; আবারও চাইছি, তোর সব দুঃখগুলো আমারে দিয়ে দিবি? বলতে পারিস এখন কেনো কম্পিত আমি? মরণের আগমুহূর্তে তোর বুকে একটু মাথাখান ঠ্যাক দিতে দিবি পরান?
ইতি,
তোর ঠিকানা
লিখেছেন: নুসরাত ফাতেহ্ আবু খান
No Comments
Leave a comment Cancel