প্রিয়
আজ অনেকগুলো দিন তোমার সাথে কথা হয় না। হয়তো এই ভাবেই মাস কেটে যাবে বছর কেটে যাবে। যখন তোমায় প্রথম ভালোবাসি তখন কোনোদিন ভাবিনি যে তুমি আমার পাশেই থাকবে না!
অবশ্য সেটা কেউই ভাবে না। তুমি পাশে থাকতে চাওনি বললে হয়তো মিথ্যা বলা হবে। আমি-ই একপ্রকার শেষের দিকে চাইনি। যে ভালোবাসা আমরা তিলে তিলে গড়ে তুলেছি সেটা তিক্ততা দিয়ে শেষ হোক কখনই চাইনি।
আমার নিজের কথা কোনদিনই কাউকে বলা হয়ে ওঠে না। আমি কি ভাবি জানো আমাকে যে ভালোবাসবে সে আমার সব মনের কথা বুঝে নেবে। তুমিই বল তা কি সম্ভব, সম্ভব নয়!
অনেক সময় ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে। নদীর ধারে গিয়ে চুপ করে বসে থাকতে। তোমার সাথে। শুধু তোমার সাথে। আজ বুঝতে পারি তোমাকে ভালোবেসে নদীর মতই শান্ত হয়ে গেছি।
কিছুদিন আগে পর্যন্ত রাস্তায় বেরোতে পারতাম না। চারিদিকে তুমি তুমি বলে মনে হতো। প্রতিদিনের মতো লিখতে বসে আজও আমার চোখে জল। তোমাকে দোষ দেব না কারণ যতটা না কষ্ট আমি পেয়েছি তার চেয়ে তোমার কাছ থেকে অনেক ভালোবাসা, সম্মান আমি পেয়েছি।
আমিও তোমায় অনেক আঘাত করেছি, কষ্ট দিয়েছি। ভুল বুঝেছি। তার জন্য মাফ করো। আজকাল যে অন্য কাউকে পছন্দ হয় না তা নয়। কিন্ত কি জানো তোমাকে এতটাই ভালবাসি যে…। আরো অনেক কথাই বাকি কিন্ত তোমার সময় হয়তো হবে না।
তুমি বরাবরই আমার কষ্ট কান্না, চিন্তাকে অতিরিক্ত সিরিয়াল দেখার ফল বলে এসেছো। অবশ্য তা তোমার দোষ নয়। তোমার মাথায় তো অনেক চাপ। তা আজ আমি বুঝি। তোমাকে কোনোদিনই কথাগুলো বলতে পারবো না, তাই এই লেখা।
তুমি সুস্থ থাকো ভালো থাকো। কর্মজীবনে অনেক বড় জায়গায় যাও। বাবা মা, ভাইকে ভালো রেখো।
ইতি
তোমার এককালের সবচেয়ে কাছের মানুষ
No Comments
Leave a comment Cancel