প্রিয় প্রশান্তি
চিঠিতে তোমাকে প্রশান্তি বলেই সম্বোধন করবো। কারণ তুমি মানেই আমার প্রশান্তি। কেননা তুমিই আমার সেরা বন্ধু আবার তুমিই আমার ভালোবাসার অস্তিত্ব। তোমাকে কতটা ভালোবাসি তা নিশ্চয় এতোদিনে অনুভব করতে পেরেছো।
কিন্তু তাতে কি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে দাবি করবো সেই অধিকারটা তো নেই । সেই সুযোগটাও নেই । যদি এই দাবিটা করি তাহলে আমাদের সুন্দর বন্ধুত্বটা নষ্ট হবে যা আমি কখনোই চায় না।
আমি শুধু রোজ তোমার খোঁজটা চায় যা আমাকে স্বস্তি দেয়, আরো একটা দিন বাঁচে থাকতে ইচ্ছে দেয় তোমার খোঁজ নেওয়ার লোভে। তাই তোমার কাছে ভালোবাসার না বলা কথাগুলো তোমাকে না পাঠানো এই চিঠিতেই জায়গা পাক।
তুমি জীবন সঙ্গী হিসেবেও যেমন হবে সেরা, বন্ধু হিসেবেও আরো সেরা। এক জীবনে সব সেরা হয়তো পাওয়া হয় না। তুমি বরং আমার বন্ধু হিসেবেই থেকে যাও প্রিয়। এতোটুকুও যে আমাকে আর একটা নতুন সকাল দেখার আশা জাগায়। তোমাকে ভালোবাসি অপ্রকাশিত কথাটা এই চিঠিতেই প্রকাশ পাক। তুমি ভালো থেকো।
ইতি
তোমার পরিচিত অভিমানী মেয়েটা
লিখেছেন: জান্নাত
No Comments
Leave a comment Cancel