১০/১১/২০২১
প্রিয়,
যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়, হায় তবুও চলে যায়। এটা এখন ক্ষণিকের জন্য প্রিয়, মন খারাপ করো না।
তোমার সাথে কাটানো এবারের ছুটিটা সংক্ষিপ্ত হলেও ভালোবাসার প্রহরগুলো অসাধারণ ছিল। দুষ্টুমি আর হাসিতে ভরা সময়গুলো সত্যিই খুব মিস করছি। ভালোবাসার এতগুলো বছরের মধ্যে এখনো চোখে চোখ পরতেই লজ্জা বোধকরা আর আড়াল থেকে হাসা আমি।
এখন কথাগুলো বসে ভাবতেও ভালো লাগছে। কি করব বল? তোমাকে আড়াল থেকে দেখার যে একটা ভালোলাগা কাজ করে তা তোমায় বলে বুঝাতে পারব না।
তুমি আসবে, এটা শুধু শব্দ কিংবা বাক্য নয়। এর সাথে জুড়ে থাকে অনেকগুলো ইচ্ছে, স্বপ্ন, ভালোবাসা, কল্পনা…
শুরু থেকেই ভাবতে থাকি, কেমন কাটবে সময় গুলো, কি কি করব, কোথায় যাব, কিভাবে কি হবে সব কিছুই।
কিন্তু যখন ঘড়ির কাঁটায় সময় বিদায়ের ঘণ্টা বাজায়, বুকের ভেতরটা কেমন চিনচিন করে। হায় সময় টা যদি আর একটু ধীর গতিতে যেত! আরও একটু সময় তোমার কাছে থাকতে পারতাম, তোমার সাথে থাকতে পারতাম।
কিন্তু সময় এমন একটা জিনিস যা অপেক্ষা বুঝতে পারে না, বুঝতে পারে না প্রিয় মানুষের একটুখানি দূরত্ব হাজার বছরের সমান দূরত্বের মতো মনে হয়। মেনে নিতে পারিনা যে আমি। কিন্তু একটা কথা কি জানো তো? অধিক কিছু পেতে হলে সল্প কিছু ছাড়তে হয়।
ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজ আর নয়, আবারও লিখবো তোমায়, কোনো এক শুভ্র সময়ে।
হৃদয়ের কোণে আজ
উচ্চ ধ্বনি বাজায়,
ভালোবাসা তোমার আমি
ভালোবাসি তোমায়।
বসে বসে ভাবি আমি
রাত দিন প্রহর,
তোমার সাথে কাটানো
ভালোবাসার প্রহর।
ইতি
তোমার পৃথিবী
নুসরাত জাহান মিষ্টি
লিখেছেন: নুসরাত জাহান মিষ্টি
No Comments
Leave a comment Cancel