সুপ্রিয় অনিরুদ্ধ,
খামের উপর নাম দেখেই যদি এ চিঠি ছিঁড়ে ফেলে থাকো তাহলে বুঝবো চিঠি ঠিক ঠিকানায় পৌঁছায়নি, এ লেখা তোমার জন্য নয়।
দুঃখিত… কথামতো গত পূর্নিমাতে আমি সেই বালুচরে যেতে পারিনি। যেতে চাইনি। অনেক যত্নে আঁকা চোখের কাজল নিজের হাতেই ধুইয়ে দিয়েছি তোমার নামে আসা ঘৃনা অশ্রু দিয়ে। কি…, আমার প্রতি ঘৃনাটা আরও একটু বাড়িয়ে দিলাম কি?
তা বেশ.., ঘৃনা যদি বাড়ে তো বাড়ুক। গত পূর্নিমার সেই সন্ধিক্ষণ আসার আগে আমি তোমার অতীত পড়েছি…। বুঝতে পেরেছি তুমি আমার যোগ্য নয়…, কোনো ভণ্ড সাধকের সাধনার বেদীর শোভা বাড়াতে এ ফুলের জন্ম হয়নি।
কোনো অজুহাত দেখিয়ে নয়.., যদি সত্যিকারের মনে সৎ সাহস থাকে সামনে এসো, মুখোমুখি হতে আমি প্রস্তুত। যাতে করে অপ্রিয় থেকে প্রিয় হয়ে উঠতে পারো সেই সুযোগ একবার দিয়ে রাখলাম। সেইজন্যই সম্বোধনটা সুপ্রিয় দিয়ে শুরু করলাম।
ইতি
অনিন্দিতা
লিখেছেন: সুব্রত বেরা
No Comments
Leave a comment Cancel