প্রিয়
আমি জানি চিঠিটা তুমি কখনোই পড়বে না, কারণ চিঠিটা আমি তোমায় কোনোদিন দেবই না। তবুও আমার লিখতে ভালো লাগে।
তোমার সাথে শেষ কথা হয়েছিল বছর ক্ষানিক আগে৷ তুমি আমার কথা রেখে আমর দেওয়া সেই কালো রঙের পাঞ্জাবিটা পড়ে এসে ছিলে আমাদের সম্পর্কটা ভাঙতে। কি অদ্ভুত তাইনা?
স্বার্থপরের মতো তুমি সেদিন আমায় চিরদিনের জন্য ছেড়ে চলে গেলে নতুন কারো খোঁজে । আমি অশ্রু ভরা অবাক নয়নে তোমাকে দিকে চেয়েছিলাম আর তুমি একটিবারের জন্য পেছন ফিরে দেখনি আমায়।
কষ্ট আমার সেখানে নয়, আমি আজো জানিনা সত্যি তুমি কেমন আছো? ইচ্ছে করেই তোমার কোনো খোঁজ নেইনা কারণ আমি চাইনা আমাদের এই দূরত্বটা আরো বেড়ে যাক তুমি সবটা জেনে গেলে।
রোজ ব্যস্ততার মাঝেও একান্তে তোমায় নিয়ে এখন আর খুব বেশি ভাবতে চাই না। বলতে পারো সার্থপর হয়ে গেছি আমি। হলে ক্ষতি কি? তুমিতো স্বার্থপরের মতো আমায় ছেড়ে চলে গেছো । আর লিখতে পারছি না কারণ অশ্রুভরা দু চোখে ঝাপসা দেখছি সবটা।
থাকনা আমার কাছে হয়তো প্রথম.. তোমায় না দেওয়া চিঠি।
ইতি
তোমার প্রাক্তন
লিখেছেন: রাহনুর আশরাফ মীম
No Comments
Leave a comment Cancel