প্রাক্তন
ভালোবাসা আছে নাকি জানিনা, তবে তোমার প্রতি আর বিশ্বাসটা নেই। হয়তো সম্মানটা বেঁচে আছে বলেই লোকে তোমাকে নিয়ে কিছু বললে আজও প্রতিবাদের আগ্রহ জেগে উঠে কিন্তু মুখ থমকে যায়।
তুমি প্রিয় প্রাক্তন, তাই সম্মানের নিশানা আছে বলেই তোমাকে নিয়ে সমালোচনা করার জায়গায় দেয়াল ফালায়। তুমি সেই মরিচীকা যাকে নিয়ে কিছু লিখতে গেলেই হাত পা শিহরিত হয়ে যায়।
সব শেষে বলবো ভালো থাকো তুমি। ভালো থাকুক সবার গল্পের প্রাক্তনরুপী মানুষগুলো।
ইতি
তাসনীম
No Comments
Leave a comment Cancel