প্রিয়
কেমন আছ? ভালো আছ নিশ্চই। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন যাবৎ তোমাকে লিখবো ভাবছি। বিভিন্ন কারণে লেখা হয়ে উঠেনি। ইদানিং তোমাকে বেশ অন্যমনস্ক লাগে।
কেমন যেন মনে হয় তুমি হেরে যাচ্ছ জীবনের কাছে। তোমার এই হার মেনে নিতে পারছি না।জীবনের বিভিন্ন সংকটময় মূহুর্তে তুমি আমাকে বলতে “রাত যতো গভীর হয়, প্রভাত ততো নিকটে আসে”।
আজ যখন তোমার জীবনের রাত গভীর হয়ে গেছে তখন কেন তুমি ভয় পাচ্ছ।কেন নিজেকে বুঝাতে পারছো না তোমার জীবনের প্রভাত খুব নিকটে। খুব তাড়াতাড়ি ভোরের আলো ফুটবে তোমার জীবনে। ভালো থেকো, খুব ভালো।
ইতি
তোমার…
লিখেছেন: সুরভী
No Comments
Leave a comment Cancel