আমার বড্ড অসুখ হয়েছে যানো?
তোমাকে বহুদিন ধরে না দেখতে পারার অসুখ।
তোমাকে বহু রজনী ছুতে না পারার অসসুখ।
তোমার কন্ঠে চিরচেনা সে ডাকনাম টি না শুনতে পারার অসুখ।
তোমার হাতে হাত রাখতে না পারার অসুখ।
তোমার সাথে এক রজনী হাটতে না পারার অসুখ।
তোমাকে তুমি বলে ডাকতে না পারার অসুখ।
আমার অসুখ সারাতে শুধু তোমাকে কেই চাই।
তুমি হীনা এই অসুখ সেরে উঠবেনা কখনো।
তুমি চলে এসো আবার।
আমি বড্ড বেখেয়ালি হয়ে গেছি জানো?
তুমি নেই তো তাই।
এখন জানো,না খেয়ে থাকলেও কেউ একটু খাইয়ে দেয়না।
শাষন করা গলায় কেউ চোখ রাঙ্গিয়ে বলেনা “খেয়ে নাও না খেয়ে অসুখ বাধাবে নাকি” তারপরেও না খেলে কেউ আর চুপটি করে এসে মুখে খাবার তুলে দেয়না।
তুমি ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ।
তুমি শুধু আর একবার ফিরে এসো।
লিখেছেন : আয়েশা আক্তার তামান্না
No Comments
Leave a comment Cancel