প্রিয় আকাশ,
জানি তুমি বিশাল। এই পৃথিবী থেকে অনেক অনেক দূরে তোমার বাস। তবুও তুমি জুড়ে আছ সবার সাথে। আমি মুগ্ধ তোমায় দেখে। তোমার বুকে কখনো রৌদ্র তো কখনো মেঘ। কত রঙে রঙ্গিন হও তুমি।
কেন জানি মনে হয় আমার সাথে তোমার এই দিকটা খুবই মিলে যায়। দেখইনা আমি মিষ্টি, এক সময় সবার কাছে কতো প্রিয় ছিলাম। আজ সময়ের সাথে সাথে সবাই যেন কেমন বদলে গেছে। সময়টা তো তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বা পায়ে পরতাম।
স্কুল যাবার সময় দিব্যি দাঁড়িয়ে থাকতাম। আজ জীবনের মাঝে কতো পরিবর্তন! কখনো দেখি সবাই অনেক আদর করে, কখনো দেখি ঘৃণার চোখে দেখে। কখনো খুব প্রশংসা করে। কখনো আড়াল থেকে কুট উক্তি। কখনো দেখি আমায় নিয়ে সমালোচনার পাহাড় গড়ে তোলে।
জীবনটা কেন এমন? আকাশ প্লিজ একবার বলো, আমার জীবন টা কেন এমন? নিজেকে ভুলে গিয়ে হলেও সবার মন রক্ষা করতে চাই, তাও ভালো হতে পারি না। মানুষ গুলো কেন এমন?
তোমার কাছে কতো কথা বলার আছে তুমি হয়তো জানো না…
আজ আর নয়। আবারও লিখবো তোমার ঠিকানায়। সেই অবধি ভালো থেকো।
ইতি
নুসরাত জাহান মিষ্টি
০৭/১১/২০২১
লিখেছেন: নুসরাত জাহান
No Comments
Leave a comment Cancel