প্রিয় মিম,
আমি জানি চিঠিটা তুমি কখনোই পড়বে না, কারণ চিঠিটা আমি তোমায় কোনোদিন পাঠাতে চাই না । তবুও আমার লিখতে ভালো লাগে । তোমার সাথে শেষ কথা/দেখা হয়েছিল প্রায় ১১বছর আগে৷ তুমি আমার কথা রেখে আমার দেওয়া সেই বেগুনি রঙের পোষাক পড়ে এসেছিলে দেখা করতে।
খুব বোকা ছিলাম আমি, বুজতেই পারি নাই আমাদের সম্পর্কটা তুমি ভাঙতে এসেছিলে। কি অদ্ভুত তাইনা? স্বার্থপরের মতো তুমি সেদিন আমায় চিরদিনের জন্য ছেড়ে চলে গেলে নতুন কারো খোঁজে। অথচ আমি বুঝতেই পারিনাই, এই দেখাই আমাদের শেষ দেখা হবে।।
যখন তুমি, এই উপহার দিয়েছিলে তখনি আমি অবাক হয়েছিলাম। চেয়েছিলাম কিছু কথা বলতে –
ডেকেছিলাম অনেকবার। তুমি একটিবারের জন্য পেছন ফিরে দেখনি আমায় । কষ্ট আমার সেখানে নয়। কষ্ট আমার একটাই, আমার অপরাধ/ভুলটা কি ছিলো আজো অজানা।
আমি আজো জানিনা সত্যি তুমি কোন দিন আমায় ভালোবেসেছিলে,নাকি ৪টা বছর অভিনয় করেছিলে? ইচ্ছে করেই তোমার কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করি না আর আমি। রোজ ব্যস্ততার মাঝেও একান্তে তোমায় নিয়ে এখন আর খুব বেশি ভাবতে চাই না।
বলতে পারো স্বার্থপর হয়ে গেছি আমি। হলে ক্ষতি কি? তুমিতো স্বার্থপরের মতো আমায় ছেড়ে চলে গেছো। আর লিখতে পারছি না কারণ অশ্রুভরা দু চোখে ঝাপসা দেখছি সবটা। থাকনা আমার কাছে হয়তো প্রথম .. তোমায় না দেওয়া চিঠি।
ইতি
তোমার প্রাক্তন
লিখেছেন: মো রাছেল আলী
মিরপুর-কুষ্টিয়া
No Comments
Leave a comment Cancel